
লিখেছেনঃ একলা পথিক
বিজয় দিবস দেখেছি-
লাল সবুজে মোড়ান প্রেমিকার কোমরে প্রেমিকের দুষ্টু চিমটি
মোটর বাইকে বয় ফ্রেন্ডের পিঠে গার্ল ফ্রেন্ডের জাপটা জাপটি,
ডিএসএলআর এ হুমড়ি খাওয়া প্রেমী যুগলের অশ্লীল অঙ্গ ভঙ্গির আঁচড়
রিকশার ঝাঁপি উঠিয়ে বালিকার লাল ঠোঁটে বালকের মিষ্টি কামড়।
বিজয় দিবস দেখেছি-
যেখানে অনাহারী বৃদ্ধা রাস্তায় লুটায় একটি টাকার জন্য হয়ে হন্যে
পঞ্চাশ টাকার গোলাপ যায় প্রেমিকার খোঁপার বুনো শোভার জন্যে,
অযৌক্তিক সব বক্তৃতাতে মঞ্চ কাঁপায় রাস্তার পাঁতি নেতা
অখ্যাত ব্যান্ডের দুর্বোধ্য উচ্চারণে দেশের গানের কথা।
বিগলিত আমি গর্বিত আমি বিজয় উৎসবে নামি
ফেসবুকের সব বন্ধুদের মাঝে আজকে আমিই দামী,
ভয়ানক ট্র্যাফিক জ্যামে পড়ে অসহায় বসে ভাবছিতাঁতে কি! আপ্লুত আমি! আজকে যে বিজয় দিবস দেখেছি।