
লিখেছেনঃ ধূসর ধরা
তুই কি জানিস তোকে কেন আমি ঘৃণা করি ?
কেন তুই ডাকলে আমি আর আসি না ?
কারণ আমি এতে সুখ পাই , চাই তোকে ছাড়া সুখি হতে ।
তুই আমাকে কখনও বুঝতে পারিসনি ,
বুঝতে পারিসনি তোর স্পর্শে আমার সুখ নিহিত ।
তোর গামে ভেজা বুকে কি মাতালতা খুঁজে পেয়েছি আমি
কখনও তা বুঝতে দেইনি তোকে ।
লুকিয়ে লুকিয়ে দেখতাম তোকে ,
একদিন সাহস করে বলে ফেললাম –
“আমি তোকে ভালবাসি “
আর সেদিন হল আমার কালো বেলা ।
ছি,ছি,ছি,,,,,,,, তুই এমন , বলেছিলি তুই আমায় ,
আর তারপর দুজনের দুটি চলার পথ ।
কি ক্ষতি হত তোর এই ছেলেটিকে একটু ভালোবাসলে ?
তাই আবারও বলছি তোকে আমি ঘৃণা করি ।
ঘৃণা করি বলেই আবার তোকে কাছে পেতে চাই ,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে চাই তোর কপোল ,
আর চাই আবারও তোর বুকে মুখ লুখাতে ।