
এ নামটি আমার দ্বৈত জীবনের জন্ম সনদ। আমি অভিক। ১৯৯৭ সালের মার্চের কোন এক দিনে আমার জন্ম। শৈশব কেটেছে ময়মনসিংহের সবুজে ঘেরা কোন এক মফঃস্বল শহরে। সেখানের ধুলিবাতাসের ঘ্রাণ গায়ে জড়িয়ে আমি পাড়ি দিয়েছি অগণন বসন্ত। এ জগতে পা দেয়া ২০১২ সনের শেষদিকে। তখন থেকেই লেখালেখির হাতেখড়ি। লেখালেখির পোকাটা বাবার থেকেই পাওয়া। কৈশোরের প্রেম ছিলো শরৎ, সুনীল, সমরেশ, বুদ্ধদেব, পুর্ণেন্দু ও হূমায়ূন। ১২ থেকে ১৯ পর্যন্ত লেখালেখি করেছি। যখন দ্যাখলাম মনের তারুণ্যে ভাটা পড়ছে,নির্মম বাস্তবের খুব কাছাকাছি , তখন থেকে লেখালেখির সাথে অনেকটা দূরত্ব বজায় রেখেছি। চেষ্টা করেছি সমসাহিত্যে কিছু দিতে। কতটুকু সফল তা জানি না,তবে চেষ্টা প্রাণান্তকর ছিলো। আশা করি এ সাহিত্য এগিয়ে যাক । আর স্বপ্ন দ্যাখি একদিন এ বাংলার আকাশে রংধনুর পতাকা বিজয়গর্বে উড়ুক। আপনারা যারা আজকে এ লেখাটা পড়ছেন, তাদের জন্য বলা, “হয়তো একদিন থাকবো না,কিন্তু আপনারা এ গোষ্ঠীর পাশে থাকুন। সতত শুভকামনা সকলের তরে। বিদায়!