স্বীকৃতি, গ্রহণযোগ্যতা পাবার ব্যাপারে সহনশীল হওয়া

লেখক- ফ্লিন রাইডার

নিজের সমকামী পরিচয় নিয়ে একসময় প্রথমে অনেকদিন নিজেকে নিয়ে ভয় , হীনমন্যতা, কষ্টে ভুগতাম এই নিয়ে যে- আমি সমকামী ? সুখের বিষয় এখন একদম ভুগি না, নিজে সমকামী এটাই স্বাভাবিক, এটাই পূর্ণতা আমার । গত এক থেকে দেড় বছর সময়ে নিজের পরিচয়ে বের হয়ে এসেছি পরিবার আর বন্ধুদের কাছে। মজার বিষয় এখন পরিবার আর বন্ধুরা সেই হীনমন্যতা, ভয়, কষ্ট এ ভোগে । এভাবে যে – সমকামির বাপ আমি? সমকামীর মা আমি ? আমি সমকামীর ভাই ? সমকামীর বন্ধু আমি?
কিছু বন্ধুদের জন্য সোজা ছিল তারা এই বেদনার অনুভুতি গুলির ভার বহন করতে চায় নি কিংবা এই অনুভুতি গুলির সাথে যুদ্ধ জয় করে আমার বন্ধু হিসাবে থাকতে চায় নি, আমিও তখন তাদের সাহায্য করতে পারি নি , তাই অবুঝের মত ধরে রাখতে চাইলেও কঠিন কিছু অতীতের স্মৃতি দিয়ে চলে গেছে।
অল্প কিছু বন্ধু রয়ে গেছে । সবাই কমবেশি ভয়, হীনমন্যতা, কষ্টে ভোগে আমায় নিয়ে। কারো ক্ষেত্রে কম ,কারো বেলায় অনেক বেশি।
আর পরিবারে কথা কি বলিব, না চাইলেও ফেলতে পারবে না। কেউ কেউ ভাল কখনো ভাল, কখনো খুব খারাপ । কেউ সব সময় খারাপ । অনুভুতির দোদুল্য অবস্থায় সদা বিরাজমান।
তাদের চোখের দিকে তাকালে সেই অনুভুতি গুলি দেখতে পাই । মনে পড়ে যায় আমি নিজেও আমার নিজের সমকামিতা নিয়ে
আমিও একসময় হায় হায় করতাম, ভাল থাকতাম, আবার প্রচন্ড মানসিক অবসাদে ভুগতাম, এখন তাদের সেই অবস্থা যাচ্ছে।
আমি এখন আর দোষ দেই না কাউকে। নিজেরি কত বছর লেগেছে। আর যেই লোক দেখানো ভয়ংকর সমাজ সেখানে তাদের থেকে তো সেই শিক্ষা তারা কোন দিন পায় নি।
ব্যপার গুলি আমার যেমন নিজেকে বের করতে হয়েছে নিজের সমকামি হিসাবে পূর্ণতা অর্জনের জন্য অনেক সময়ের কাঠ খড় পুড়াতে হয়েছে তেমনি পরিবার আর বন্ধুদের জীবনে সমকামী ছেলে , ভাই, বন্ধু পরিচয়ে পূর্ণতা পেতে আরো না জানি কত দেরি , হয়ত পুরাপুরি পাবো না , কিছু পাব, অথবা পাব না। যাই হোক এত মাথা ব্যাথা নাই এখন এগুলি নিয়ে যে পেতেই হবে।
আর হ্যা, মাথার উপরে ছাদ আর পেটে খাবারের ব্যাবস্থা করে নিজের পায়ে দাড়ানোর আগে ভুলেও তাদের কাছে বলিবার কোন দরকার নেই । আগে নিজে শক্ত অবস্থানে যান এরপরে যদি মনে হয় যে জীবনটায় নিজের পরিচয় নিয়ে যুদ্ধ করবার চরম মানসিক চাপ নিতে পারবেন সামনের অনেকদিন, এখন বলা দরকার এরপরে বলতে পারেন, অন্যথায় পরিবারের খেয়ে পড়ে পরিবারের কাছে বলতে গেলে ভবিষ্যৎ জীবনটাই ঝুকির মুখে চলে যেতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.