
লেখকঃ শুভ
-হ্যালো আমার বাবুই সোনা কি কর?
-এরকম ম্যাইয়াদের মত করলে কিন্তু ফোন রেখে দেব
-সরি..সরি এই কান ধরছি নাক ধরছি আর হবে না
-আমি দেখতে পাচ্ছি না
-ভিডিও কল দিব?
-থাক লাগবে না বিশ্বার করে নিলাম,এখন রাখ কথা বলতে ইচ্ছে করছে না
-মানে? ওকে বাবা আর ঐরকম করে কথা বলব না
-ফোন রাখবা নাকি কেটে দিব
-প্লিজ..পাখি প্লিজ..প্লিজ
টু …টু ….টু
লাইনটা কেটে দিল দ্বীপ|দ্বীপের সাথে।শুভর পরিচয়টা অদ্ভুদ ভাবে|একটা বিয়েতে পরিচয় পর্ব ওদের|কিভাবে কিভাবে যে কি হয়ে গেল তা আজও দ্বীপ ভেবে পাই না| পাগলের মত শুভ তাকে ভালোবাসে|দ্বীপ নিজেও জানত না যে তার মাঝে এক সমমনা সত্ত্বা লুকিয়ে আছে|এক রাতে শুভর সন্নিপুন ভালোবাসা তাকে জানান দেয় যে সে আসলে কি চাই|কেন তার মেয়েদের দিকে তেমন একটা চোখ যায় না|
—
শুভর মালা দেয়া ফ্রেমের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল দ্বীপ|
-আব্বু,আব্বু আম্মু খেতে ডাকছে
-বল আসছি
-আচ্ছা আব্বু,আংকেলটার ছবির দিকে তুমি রোজ এভাবে তাকিয়ে থাকো কেন? তুমি কি পার না সব ভুলে যেতে?
-তোমার আম্মুকে গিয়ে বল আমি আসছি।
রোজী দ্বীপের আট বছরের মেয়ে,সে জানে আজও হয় তো আব্বুর রাতে খাওয়া হবে না,কারন ছবিটির ঐ আংকেলের মৃত্যুর জন্যযে তার আব্বুঐ দ্বায়ী|
—
সেই ঐ রাগ ভাঙাতে,চার প্যাকেট চকলেট নিয়ে দ্বীপের হলে আসে শুভ|ব্রিজের পাশ ঘেসে আনমনে হাটছে শুভ|হঠাৎ কোথা থেকে একটা লড়ি এসে মেরে দিতে যাচ্ছিল|যাক বাবা এই যাত্রায় বোধ হয় বাঁচা গেল,ভাগ্যিস লাফটা দিয়েছিল| কোনো রিক্সা না পাওয়া পুরো পথ হেটেয় আসতে হল থাকে|একতলা দুইতলা নয় গুনে গুনে সাত তলার উপর থাকে শুভর পরান পাখি দ্বীপ|তেনার নাকি নিচে থাকতে ভালো লাগে না|মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে সিড়ির একটা একটা ধাপ অতিক্রম করছে শুভ|গুনে গুনে সাত তলার 708 নম্বর রুমের সামনে এসে দাড়াল শুভ|ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বের হল দ্বীপ|একি দ্বীপ কাঁদছে কেন?আর এভাবে দৌড়ে ঐ বা কোথায় যাচ্ছে?
শুভকে পাশ কাটিয়ে দৌড়ে সিড়ি বেয়ে নামছে দ্বীপ|
-এই পাখি এই..কৈ যাও,,এই
শুভর ডাক শুনেও যেন না শোনার ভান করে ছুটে যাচ্ছে দ্বীপ.
-ঐ কলিজা ঐ
সামনে ব্রিজের উপর একটা বিশাল জটলা,জটলা ঠেলে ভিতরে ঢুকল দ্বীপ| একটা নীল শার্ট পড়া ছেলে পড়ে আছে পিচ ঢালা পথে|রক্তের স্রোতে কালো রাস্তাটা যেন লাল হয়ে আছে..এদিক ওদিক ছড়িয়ে আছে অনেক চকলেট| সবাই বলা বলি করছে
-হালার ঐ লড়িডারে কেউ ধরতে পারলা না..
-মাইরা দিয়া ঐ তো পলাইছে
-আহারে বোধ হয় কোনো পছন্দের মানুষের লাইগা চকলেটগুলান লইছিল….. সমাপ্ত