
কবিঃ অভিলাষ
আমি উদ্দম,
আমি সাহসী,
আমি নির্বাক,
আমি রামপাল ,
আমি পাল বংশের মহিপাল,
আমি দূর্বার,
আমি চারণ ভুমির সৈনিক।
আমি মৃত্যু পথের পথিক।
আমি কথা বলা সেই তোতাপাখি,
আমি সতমঞ্চের নায়ক।
আমি সাধারন থেকে অসাধারন।
আমি মানুষ, আমি বহুবেদী।।
আমি সাত রং এর রংধনু।।।
আমি পুরুষ,
আমি পুবালী হাওয়ার গন্ধ,
তাই আমার স্বাভাবিক চাওয়ার পথ বন্ধ।
আমি চাই না মেয়ে চাই যে পুরুষ।।।।
আমি সমপ্রেমী,
সুখের সন্ধানে খুজি যে পুরুষ।।