কথকতাঃ প্রথম পর্ব

বিষয়ঃ বিয়ে

  • “আমার বাসায় এখন বিয়ের ব্যাপারে খুব কথা চলছে। এই নিয়ে আমি অনেক দ্বিধার মধ্যে আছি। সেদিন আমার মা কথা প্রসঙ্গে বলে উঠলেন, তুই বিয়ে না করলে আমি মরে যাবো। তোকে বিয়ে করতেই হবে’। বিষয়গুলো নিয়ে যখন ভাবি, খুব খারাপ লাগে। এভাবে সারা জীবন অভিনয় করে যাওয়া আমার দ্বারা সম্ভব না। দুইবার মরতে গিয়েছিলাম আমি। আমি এখন কি করবো?”
  • ”বিয়ে সম্পর্কিত কোন প্রকার উত্তেজনা বা আগ্রহ নেই আমার। তাই আমি বিয়ে করবনা সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের মানুষজন বিয়ের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিয়েছে। করবো কি, করবো না – এসব বিষয়ে তাদের মাথা ব্যথা নেই। আসলে এটা কি খুব ব্যক্তিগত একটা বিষয় নয়?”
  • “বিয়ের জন্য উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না করা হয় তাহলে আজীবন পরিবার বলে যাবে, বিয়ে করো! বিয়ে করো! বিয়ে করো! আমার মনে হয় এখেত্রে পরিবারের সাথে বোঝাপড়াটা ভালো থাকা দরকার। এ ব্যাপারে আমি সফল। আমি খুব ভালোভাবেই জানি আমার পরিবারে বিয়ের প্রসঙ্গ উঠলে কিভাবে তা সামলাতে হবে।”
  • ”আমি বিয়ে করবো না জেনে আমার পরিবার বিভিন্ন রকম চাপ তৈরি করতে শুরু করে। আমাকে একবার ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু তাদের এই কৌশল কাজে লাগেনি। পালিয়ে যেয়ে পাঁচ বছর বাড়ি ফিরিনি। এখন আর এই সমস্যার সম্মুখীন হতে হয়না। কিন্তু তাই বলে যে বিয়ের ব্যাপারে কথা বলা বন্ধ হয়েছে তা না। এখন আমার বয়স চল্লিশ। আমার মনে হয় আমার বয়শ যখন সত্তর হবে, তখনও বিয়ের ব্যাপারে আত্মীয় পরিবার আমাকে বুঝানোর চেষ্টা করবে।”
  • “আমি জানতাম যখন আমাকে বিয়ের জন্য বলা হবে তখন আমি পরিস্থিতি অনুযায়ী না করতে পারবো না। সেজন্য বিয়ের চাপ এলে কোন প্রকার বিরোধিতা না করে রাজি হয়ে যাই, বিয়ে করে ফেলি। মাঝে মাঝে মনে হয় আমার স্ত্রীকে সব খুলে বলি। কিন্তু সে অনেক কষ্ট পাবে ভেবে মুখফুটে সত্যটা আর কখন বলা হয়না”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.