
কবিঃ তারাশঙ্কর
উদ্ভিন্নযৌবনা তরুণীর বুকের ভাঁজ আমার শরীরে কাঁপন তোলে না।
যুবকের শার্টের ফাঁকে উঁকি দেয়া বন্যতা আমাকে উন্মাদ করে তোলে।
পেশল দৃঢ় খোলা বাহু তলোয়ার হয়ে আমাকে কুচিকুচি করে।
ওই চোখ, ওই দৃষ্টি-
ঘাম, সিগারেট আর পারফিউম এর মিলিত নেশা মস্তিষ্কের প্রতিটি নিউরনে ঝড় তোলে।
তখন যুবকের ভালবাসা আমাকে শান্ত করে।
নি:শেষ হতে হতে, আমূল বিদ্ধ হতে হতে আমার যুবককে ভালবাসতে ইচ্ছে করে।
তখন আমার মৃত্যুর সাধ জাগে।