এইডস

লেখক : নীলাম্বর নীল

আজ বিশ্ব এইডস দিবস
আজ এই বিশেষ দিনটি উপলক্ষে আপনাদের সকলের সামনে আমি সৌরভ আমার যতটুকু জ্ঞান তা তুলে ধরার এই সামান্য প্রয়াস নিয়েই লিখতে বসা।
দয়া করে আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আচ্ছা কি দিয়ে শুরু করা যায় বলুন তো?
আজ এই একবিংশ শতাব্দীতে আমাদের অজানা তথ্য খুবই কম।মোটামুটি কম বেশি আমরা সবাই জানি।

সর্বপ্রথম আমি আলোকপাত করতে চাই এইডস্ এর যে বহুল প্রচলিত প্রতীক লাল রিবনকে।
কেন এই লাল রিবন?

এই লাল হলো ভালোবাসার প্রতীক, এই লাল হলো ক্রোধের প্রতীক, আর লাল হলো রক্তের রং।
তাই এই এইডস্ আক্রান্ত মানুষের প্রতি সংহতি প্রকাশের জন্য “ক্রোধ নয়,ভালোবাসা সকলের জন্য ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এই লাল রিবনে করা হয়েছে এইডস্ এর প্রতীক।।।( Not only anger, but also love like a valentine)

AIDS : Acquired Immune Deficiency Syndrome
এটি এইডস্ এর পূর্ণ রূপ।
যা HIV virus এর মাধ্যমে ছড়ায়। এই HIV virus একটি double stand RNA virus। এই এইডস হলো এই একবিংশ শতাব্দীর অন্যতম অনিরাময়যোগ্য সংক্রামক ব্যাধি। যার এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট প্রতিষেধক আবিস্কার হয়নি। সর্বপ্রথম ১৯২০ সালে আফ্রিকার কঙ্গোতে এইডস এর প্রদুর্ভাব দেখা যায়। কিন্তুু ১৯৭০-৮০ দশকে সর্বপ্রথম এটি আলোচনার কেন্দ্র আসে যখন এটি আমেরিকার ক্যালিফোনিয়া তে কিছু সমকামী পুরুষে দেখা যায়। এরপর পরই সারাবিশ্বের নানা দেশে এর বিস্তার দেখা যায়।

এটি সম্পূর্ণ যৌন সংক্রামক রোগ।
HIV এর ২টি টাইপঃ HIV-1 & HIV-2
এর মধ্যে HIV-1 সবচেয়ে ভয়াবহ ও অত্যন্ত ক্ষতিকর।
এই HIV-1 type নিয়েই আমাদের আলোচনা। এই HIV-1 type খুব সহজেই ছড়িয়ে পড়ে।

এখন কথা হলো কি করে এই এইডস ছড়ায় এবং কারা এর বাহক :


সমস্ত বিশেষজ্ঞদের মতেঃ এইডস্ মূলত পুরুষ সমকামীদের মাধ্যমে ছড়ায় এবং সর্বপ্রথম এটি পুরুষ সমকামীদের মধ্যেই দেখা দিয়েছিল।
এর প্রধান কারণ পুরুষ সমকামীদের সঙ্গম করতে হলে মূলত Anal sex করতে হয়।
এই anal sex এই সবচেয়ে বেশি ঝুঁকি এইডস্ এর। কারণ এই anal sex এ bleeding tendency থাকে।
আর আমাদের anus area টা খুবই নরম এবং অনেক রক্তবাহী। তাই এটি অনেক সহজেই ছিঁড়ে গিয়ে এই HIV virus রক্তে মিশে যেতে পারে।
তাই সমকামী পুরুষদের এই HIV সংক্রমনের প্রথমে রাখা হয়েছে।

এছাড়া ও HIV virus রক্ত, বীর্য, মায়ের দুধের মাধ্যমে ও ছড়ায়।

এইডস্ আক্রান্ত হলে কি হয়?


যেহেতু নামের মধ্যেই immunity কথাটি আছে তা শুনেই বুঝা যাচ্ছে এই HIV virus আমাদের immunity system কে নষ্ট করে দেয়। মূলত আমাদের blood এর white blood cell এর অন্তর্গত helper t cell কে নষ্ট করে দেয়।এতে করে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এবং সহজেই সে নানান রোগে আক্রান্ত হয়ে পড়ে।
যার মধ্যে দেখা যায় অনবরত ঠান্ডা, কাশি। জ্বর, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া। অনেক দিন পর্যন্ত পাতলা পায়খানা ও দেখা যায়।
এভাবেই তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমন সামান্য অসুখে সে একসময় মারা যায়।

প্রতিকারঃ
HIV virus যেন না ছড়াতে পারে তার জন্য প্রধান করণীয় হলো নিরাপদ যৌন সম্পর্ক।
আমাদের মধ্যে যারা বহুগামী তারা কিন্তুু প্রধান ঝঁকিতে আছে এই এইডস্ সংক্রমনের। তাই তাদের ও একটু সাবধানতা মেনে চলা উচিত।
এছাড়াও সঙ্গী নির্বাচনের আগে অবশ্যই তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া।
এছাড়া প্রতিবার যৌন সম্পর্কের সময় কনডম অবশ্যই ব্যবহার করতে হবে।

কুসংস্কার দূরীকরণ :


আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে closed mouth kissing এ এইডস্ সংক্রমন হতে পারে। যা সম্পূর্ণ ভুল।
আমাদের salivaতে অনেক enzyme আছে যা immune system কে রক্ষা করে। এছাড়া মুখের মিউকাস সর্বদা secretion হতে থাকায় এর মাধ্যমে hiv virus ছড়াতে পারে না।
তাই closed mouth kiss এ এইডস্ ছড়ায় না।
এছাড়াও hug, hand shake, ঘাম, একই থালাবাসনে খেলে, একই জামা কাপড় পড়লে HIV ছড়ায় না।
মূলত আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে।কেউ যদি HIV আক্রান্ত হয়ে থাকেন তবে আমাদের সকলের উচিত তাকে স্বাভাবিক ভাবে গ্রহন করা।তার জন্যে একটা স্বাভাবিক ও নিরাপদ জীবন গড়ে তুলতে সহযোগিতা করা।

Treatment :


আমরা HIV আক্রান্ত কিনা তা blood test এর মাধ্যমে জানতে পারি। যা যেকোন সরকারি হাসপাতালে বিনামূল্যে করে দিয়ে থাকে।
তো যদি HIV আক্রান্ত হয়ে থাকেন তবে immediately তাকে antiviral therapy start করা। যা Non-nucleoside revers transcriptase inhibitors (NNRTIs) নামে পরিচিত।
এছাড়াও আমাদের প্রতিবার যৌনমিলনের সময় কনডম ব্যবহার করতে হবে।
এছাড়াও যদি কোন সন্দেহ থেকে থাকে তবে ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রতিবার যৌনমিলনের পর Pre-exposure prophylaxis (PrEP) নিতে হবে। যা বাজারে trade name…. Truvada…..

তো আমাদের সকলের উচিত এমনটা মেনে চলা।কারণ আমাদের এই উপমহাদেশে কিন্তুু Aids এর সংক্রমন Rapidly বেড়েই চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.