প্রশ্নঃ সমকামী হবার কারনে কখন কি ছেলেবেলায় কোন অসুবিধার মুখোমুখি হয়েছিলেন?
- রাস্তায় বের হলে পাড়ার ছেলেরা ‘হাফ লেডিস’ বলে ডাকতো। ওদেরকে এড়িয়ে যেতাম। ওদের সাথে কখনও খেলতাম না। বাসাতেই থাকতাম। তাদের এমন আচরণে আমি অনেক কষ্ট পেতাম। কিন্তু কাউকে এসব কথা কখন বলতে পারিনি।
- একটু অন্যরকম গলার স্বরের কারনে ছোটবেলা থেকেই আমি আত্মীয়দের কাছে হাসির পাত্র ছিলাম। জানতাম না আমার কোন আচরণ আন্যদের চেয়ে আলাদা ছিল কিন্তু আমাকে নিয়ে তাদের সমালোচনা ভাল লাগত না। আমি আমার মতই থাকতাম। আরও খারাপ লাগত যখন এ সব আলোচনায় অভিভাবকরা উস্কানি দিত।এসব ঠাট্টার কারনে এখন কারোর সাথে মিশতে পারিনা। সব জায়গায় চুপ থাকাকেই নিরাপদ মনে করি।
- স্কুলে মানে হাইস্কুলে ওঠার পর থেকেই দেখি সবাই আমাকে হাফলেডিস ডাকত। ব্যাপারটা প্রথম দিন থেকে শেষ দিন অবধি আমাকে সবসময় ভয়ে ভয়ে রাখত ৷ স্কুলের প্রসঙ্গ এলে এখন সবাই অনেক পুরনো স্মৃতি খুঁজে মজার মজার গল্প করে। আমার স্কুল জীবনে তেমন কোন আনন্দের স্মৃতি নেই। যা আছে সবই আতঙ্কের আর ভয়ের।