বিষয়ঃ ‘রেইনবো’ প্রোফাইল পিকচার দেয়ার কারণে আপনাকে কি কোন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে?
- রেইনবো প্রোফাইল পিকচার দেওয়া সত্ত্বেও প্রাইভেসি সেটিংস ‘Only Me’ করে রাখার একমাত্র কারনঃ ঝামেলা এড়ানো! কিন্তু তারপরও সমলোচনা এড়াতে পারিনি। অনেকেই ইনবক্সে বুঝাতে চেস্টা করেছে, কাজটা ঠিক হয়নি। আমি তর্কে না যেয়ে খুব ভালোভাবে বুঝাতে চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।
- People were offended, yet its expected as in our society it’s our nature to protest any change. There were public comments, inbox messages and phone call saying “you’re wrong.” There were also hate comments and logical disagreements.
- আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে বিজ্ঞানের চাইতে বিশ্বাসকে প্রাধান্য দেওয়া হয়। যার কারণে ২০১৪ সালে এসেও কেউ কেউ চাঁদে সাঈদির প্রতিচ্ছবি দেখতে পান। এই বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশের জন্য সামাজিক গণমাধ্যমের একজন বিশেষ ব্যক্তিত্ব ‘কাবা শরীফ’ রঙধনু রঙে রঙিন করেন, কিন্ত বিষয়টিকে আমি সমকামি হিসেবে সমর্থন করি না। কারণ, এটি সমগ্র সমকামি গোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, যা মোটেও হওয়া উচিত ছিল না। একজন বিশেষ ব্যক্তি যখন রংধনু নিয়ে কিছু করেন, তখন ধরেই নেওয়া হয় যে সব সমকামি বিষয়টিকে সমর্থন করে। কিন্তু রঙধনু সম্বলিত সবকিছু আমি সমর্থন করি না।
- রেইনবো প্রোফাইল পিকচার দেওয়া সত্ত্বেও প্রাইভেসি সেটিংস ‘Only Me’ করে রাখার একমাত্র কারনঃ ঝামেলা এড়ানো! কিন্তু তারপরও সমলোচনা এড়াতে পারিনি। অনেকেই ইনবক্সে বুঝাতে চেস্টা করেছে, কাজটা ঠিক হয়নি। আমি তর্কে না যেয়ে খুব ভালোভাবে বুঝাতে চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।
- বেশ কয়েকজনের প্রশ্ন ছিল এমন যে আমি কি সমকামি? আর যদি সমকামি না হয়েই থাকি তবে কেন rainbow profile picture করলাম ? আমার উত্তর একটাই ছিল, নারীদের সমঅধিকার সমর্থন করলেই যেমন কেউ নারী হয়ে যায় না অথবা Global Warming এর জন্য বনায়ন কর্মসূচী সমর্থন করলেই যেমন কেউ গাছ হয়ে যায় না ঠিক তেমনি LGBTI Marriage Equality সমর্থন করলেই কেউ গে বা লেসবিয়ান হয়ে যায় না।