
কবিঃ তারাশঙ্কর
আমার সামনে পড়ে আছে একখণ্ড মাংসপিণ্ড।
নিথর, নিশ্চুপ-
রক্ত আর ছেঁড়া চামড়ায় মেখে সে
আমার দিকে চেয়ে আছে কী তীব্র অনিঃশেষ বেদনায়!
ওর চোখ দুটো বন্ধ করে দেয়া দরকার।
আমার ভয় করছে…
অ্যাই, কে আছিস?
চোখগুলো বন্ধ করে দে তো!
না না…শুধু চোখ না,
ওর মাথাটাও ঢেকে দে!
ওর নাক চেপে ধর!
মুখে কাপড় গুঁজে দে!
ও যেন আর কখনও আমাকে প্রশ্ন করতে না পারে।
শালা!!!-
প্রতিরাতের ঘুম নষ্ট করছে।
(মাঝে মাঝে বিছানাও!)
ওর চোখে কি আর্তনাদ ছিল?
নাকি সীমাহীন বিস্মিত ঘৃণা?!
আমি ওই দৃষ্টির মুখোমুখি হতে চাই না আর কোনোদিন।
ওর কপালের লাল টিপ দেখতে চাই না।
নরম বুকের সবুজ জমিনে মাথা রাখতে চাই না।
আমি রাজাকার!!!