ছলনা!!!!

কবিঃ তারাশঙ্কর

আমি এখন তোমায় ছাড়া

বাঁচতে পারি বাঁচতে পারি।

শ্যাওলা পরা রাস্তা ধরে

একলা হেঁটে চলতে পারি।

এখন আমি ভয় করি না

রাত্রিবেলা একলা শুতে,

এখন আমার অনেক সাহস

ভয় করি না মামদো ভূতে।

তোমায় ছাড়া এখন আমি

একলা খেয়ে নিতে পারি,

জোছনা রাতে একলা ছাদে

সুখের গান গাইতে পারি।

এখন আমি ছাত্র ভাল

পড়তে পারি আগের রাতে,

কান্না ছুঁয়ে যায় না আমায়

আঘাত ফেরে পাথর-বুকে।

মুঠোফোনের বাড়ছে আয়ু

বাড়ছে ব্যাল্যান্স ক্রেডিট কার্ড-এ,

ফুচকা খাওয়া বাদ দিয়েছি

নিয়মমত যাচ্ছি জিমে।

বলছে সবাই, ভালই আছি

তুমিও কি ভাবছ? মিছে!

আমার জীবন আনন্দময়

নির্ভাবনায় যাচ্ছে কেটে!!

এখন আমি আর বোকা নেই

বুঝতে আমি সবই পারি,

এখন আমি তোমায় ছাড়া

বাঁচতে পারি, বাঁচতে পারি।।

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.