কবিঃ তারাশঙ্কর
এখনো সূর্য ওঠে, প্রজাপতিরা আনন্দে
খেলে ফুল থেকে ফুলে, নীলাকাশ মেঘদল
ভেসে যায় উত্তরে, পর্বতের চুম্বনে নামে
অঝোর বর্ষা, স্বচ্ছ জলের নিচে
চিকচিকে সোনা বালি-
আমি ভুলতে বসেছি আদিম বনের
গন্ধ-মাতাল হাওয়া, সোঁদা মাটির ঘ্রান,
রুপালি জোছনায় হাজার তারার বাতি-
কী এক অবসন্ন মায়ায় ক্লান্ত আমি তবু দিন গুনি,
ফিরে যাই,তারপর;
তোমার হাতে সঁপে দেই আমার বিপন্ন পৃথিবী।
Leave a comment