কবিঃ তারাশঙ্কর
আমি চুপি চুপি খুন হই প্রতিদিনই;
আমার লাশের ‘পরে লক্ষ কীটের আবাস-
সে সব গলিত শবের হিসাব কে রাখে?
অতৃপ্ত কামনারা তাই জেগে থাকে সারারাত,
যেখানে ফুলের বিছানায় মনোহর কালো সাপ
তোমার চারপাশে রংধনুর সাত রঙ;-
আমার চোখে খেলা করে অনন্ত বিষাদ।
Posted by
Δ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Leave a comment