কবিঃ তারাশঙ্কর
আমার আকাশ এখন খুব ছোট,
খুব সহজেই জানলার ফ্রেমে আটকা পড়ে যায়।
হলদে-রোদ এসে জানলার কাঁচে ধাক্কা খায়,
আলোটা আসে না ঠিক-
কিন্তু তীব্রতাটা বুঝে নেই।
দৃষ্টিপথকে ঘোলাটে করে আকাশ জুড়ে কান্না নামে।
বৃষ্টির রাতে আঙ্গুল দিয়ে
জানলার কাঁচের ময়লা সরিয়ে,
তোমার নাম লিখি ইচ্ছেমত ভাষায়, অক্ষরে।
এই বৃত্তবন্দী নাগরিক জীবনে ওটুকুই আমার বৃষ্টিবিলাস।
Leave a comment