
কবিঃ আইপি
শহরে এত উপদ্রব
দিনভর,ভীষণভাবে অসহনীয়!
বকের দল দেখতে ইচ্ছে হয়,সাদা রংয়ের
পালক ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়!
জলে মুখ ডুবিয়ে বিম্ব
দেখতে ইচ্ছে হয়,বেলা পেরিয়ে গেলে সবুজ
ঘাস আর জলের কাছে যেতে ইচ্ছে হয়।
হট্টগোল ঠেলে যুবক তোমার
গায়ে ন্যাপথেলিনের ঘ্রাণ,কৈশোরের
করিডোর থেকে স্মৃতিসব
ঝরাতে ইচ্ছে হয়।
বিকেলের চৌকাঠ পেরিয়ে সন্ধ্যার নদীর
কাছে বসে বসে বাতাসের ওষুধ
গায়ে মাখতে ইচ্ছে হয়।
নিওলিথিক সড়কের ধারে গিয়ে বেদনা সব
ঢেলে,প্রেমের মত বেদনায় আরো রোদ
ঢালতে,রোদে পুড়তে পুড়তে অরণ্যের
ডালপালা হয়ে কাঁপতে ইচ্ছে হয়।
রাত নেমে এলো বলে যুবক,এত কথা!
সুরের চতুরঙ্গ দোলায় সময়কে স্থির
করে তোমার চোখে অপলক
চেয়ে থাকতে ইচ্ছে হয়।
চঞ্চু,ঠোঁট,বড়শি এইসব জাতক
গিলতে ইচ্ছে হয়…