
প্রিয় সরল বালক
আমি জানি ক্ষমা চেয়ে নিলেই সব কিছু ঠিক হয়ে যায় না তবু ও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে তোমার প্রতি যে অন্যায় আমি করেছি তার জন্য। তোমাকে যে কষ্ট আমি দিয়েছি তা কখনই ক্ষমার যোগ্য না তাও আমি তোমার ক্ষমার আশা করি। একটি সম্পর্ক ভেঙ্গে যাবার পর যে সম্পর্কটার প্রতি নিবেদিত ছিল সে যে কত কষ্টের সময় ভোগ করে তা আমিও জানি। এ কষ্টের ভুক্তভুগি হয়েই তোমার সাথে সম্পর্কে জুড়েছিলাম শুধুমাত্র আমার আগের ভালবাসার মানুষটিকে এটা প্রমান করানোর জন্য যে তাকে ছাড়া আমি খুশি আছি এবং আরও ভাল আছি। একটি মিথ্যে কে সত্যি প্রমান করার প্রক্রিয়ায় আমি আমার অজান্তেই যে কত বড় একটি পাপ করেছি তা আমার অজানা ছিল। আমার জেনেও খারাপ লাগছে যে, যে কারনে আমি এখন আমার পূর্বের ভালবাসাকে ঘৃণা করি ঠিক সেই কাজ ই আমি আমার অজান্তে তোমার সাথে করেছি। তুমি আমার সেই বন্ধু যার কারনে আমি আমার কষ্টকর মুহূর্তে একা ছিলাম না। অজান্তেই তোমার উপর অনেক নির্ভরশীল হয়ে গিয়েছিলাম, এতো ভালভাবেই খেয়াল রাখতে তুমি আমার। সেই সকালের মিষ্টি বার্তার মাধ্যমে আমার দিন শুরু হত তার পিছনের ভালবাসা দেখতে পাইনি এতই অন্ধ ছিলাম আমি। কতই না আগলে রেখেছিলে আমাকে। একটা আদর্শ সাথির মতো আমার হয়ে ছিলে তুমি। কিন্তু দুর্ভাগা আমি, বুঝিনি তোমার ভালবাসা। মগ্ন ছিলাম শুধু মিছে আনন্দ প্রকাশের আশায়। কিন্তু তখন যদি আমি অতীত ভুলে আমার বরতমানের দিকে নজর দিতে পারতাম তাইলে আমি দেখতে পেতাম তোমার ভালবাসা। দেখতে পেতাম কি ভুল করছি আমি তোমার সাথে ভালবাসার মিছে অভিনয় করে। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওার মনভাব ছিলনা আমার। তবুও দিয়েছি অনেক কষ্ট। যদি আমি খেয়াল করতাম আমার বর্তমানে, তাহলে হিংসার আগুনে না পুড়ে অনুভব করতে পেতাম তোমার হাত ধরে পার্কের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে বয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস। বুঝতে পারতাম কত আপন মনে করে তুমি আমাকে সমাজের কথা চিন্তা না করে জড়ায়ে ধরতে। এ সমপ্রেমভীত সমাজের মাঝেও তুমি আমার প্রতি তোমার ভালবাসা প্রকাশ করতে কুণ্ঠিত ছিলেনা। তৈরি ছিলে এ সমপ্রেমভীত সমাজ যারা বলে আমাদের ভালবাসা অপ্রাকৃতিক তাদের মাঝে আমার হাত ধরে চলতে। দুর্ভাগা আমি। জীবনে এত্ত ভালবাসা পেয়েও তা অনুভব করতে পারিনি। আমি অভাগা, এ ভালবাসা অনুভব করার যোগ্যতা হয়নি আমার তখন। কেন যে অবুঝের মতন নিজের হাতেই তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি যখন তুমি ই ছিলে আমার জীবনে ঈশ্বরের সবথেকে বড় উপহার। তোমার ভালবাসা বুঝতে আমার এতই দেরি হয়েছে যে আজ তুমি আমার থেকে অনেক অনেক দূরে। ভালবাসার মধ্যে ছিলাম যখন ভালবাসা বুঝতে পারিনি পরিশেষে করেছি সেই ভালবাসার অবমাননা।
আমি জানি আমার প্রতি হওয়া অন্যায় আমাকে অধিকার দেয়না অন্য কারো প্রতি অন্যায় করার এবং এটাও জানি আজ তুমি আমার থেকে অনেক দূরে। তোমার ভালবাসা ফিরে পাবোনা জেনেই আশা করছি এমন কাউকে তুমি পাবে যে তোমাকে ভালবাসবে ঠিক সেইভাবে যেভাবে তুমি ভালবেসেছিলে আমাকে। এ সকল আশা রেখেই আজ এ চিঠি শেষ করছি।
তোমার ক্ষমাপ্রার্থী
অপরাধী