
সখিনার ঘর আলো করে ছিলো,
মুক্তিকামী মুক্ত পাখি জুলহাজ মান্নান।
সঙ্গে তনয় স্বপ্ন বুনে,
অবহেলা ভুলে প্রকৃত সম্মান।।
যুগের পড়ে যুগ কেটেছে,
ভুলিয়ে রাখার ছলে।
অপ্রকৃতিক পোষ্টার আটে,
সংখ্যা শক্তি বলে।।
রাষ্ট্র যদি তোমার আশ্রয়
তবে আমার ভিন্ন কেন.?
তোমার যেমন আইন আছে
আমারও চাই , যেনো।
আমি যদি সুখী থাকি
তোমার খতি কী?
তোমার মতো থাকবে তুমি,
আমার মতো আমি।
তোমরা যদি শান্তি চাইবে
তবে হাতে রক্ত কেন?
তোমরা কী তবে গো ভাই,
রক্তের শান্তি বুনো?
তনয় – জুলহাজ মরেনি ওরা,
ওরা স্বাধীনতার পায়রা জোড়া।
আমাদের ঘৃণা নয়কো কখনো,
আমরা ভালোবাসার ফেরিওয়ালা।