
কবিঃ- আমি ম্যাগনোলিয়া
অনন্তকাল যদি এ পৃথিবীর বুকে আমার চিহ্ন রয়
তবে সে আমি নয়, আমার কর্মকথা
পৃথিবীর তরে ক্ষুদ্র আমি, আর মানুষের তরে!
সে তো নিষ্প্রাণ এক মাংশপিন্ড।
রহস্যে ঘেরা এ জগত সংসার
মুহূর্তে বাঁধি খেলাঘর, আর মুহূর্তেই ভাঙ্গি
যথেচ্ছা চরাচর সময়ের,
কোথাও নাই কোন বিপত্তি।
নিবিড়ে নিভৃতে যদি থাকা যায়
তবে কি’বা কার বলো আসে যায়
শুরুটা হবে তখনই, যখন
শুরু করবে অস্তিত্বের লড়াই।
নিশ্চিহ্ন হবে সবটুকু আমার
তবুও রবে না কোন ক্ষোভ।
সর্বস্ব আমার বিলিয়ে দিয়ে,
যদি হাসি ফোটে এ ধরণী তটে
তবে তাই হোক।