
আর্য
আজ ই এই শূন্য ক্ষনে
শূন্য ব্যাথা নিয়ে মনে
শুধুই ভাবি তাই।।
একদা ছিলো মনে
ভালোবাসার সন্ধিহানে
কাছে থেকে দূরে কেন
চলে যেতে হয়।।
কতো গল্পের আলোড়নে
মিশে ছিলাম দু জনে
ছিলো কতো ক্ষনে ক্ষনে
হাসির পরিচয়।।
আজ ই নূতন ক্ষনে
নূতন কিছু নিয়ে মনে
শুধুই ভাবায়।।
একদা ধরে ছিলে হাত
কত রাত কতো প্রভাত
কেঁটেছিলো তাই।।
আজ ই ভাবি ক্ষনে ক্ষনে
কতো স্মৃতি মনের কোনে
দু:খ ভরা ব্যাথা মোর
দু:খেই বয়ে যায়।।
দু চোঁখের অশ্রুধারা
শূন্য মনের এইতো ধারা
দিপ্ত হয়ে রয়।।
শূন্য ব্যাথা নিয়ে মনে
শুধুই ভাবি তাই।।