
কবিঃ শুভ্র নিষাদ
একদিন সুখের রঙ হবে নীল আর কষ্টের রঙ লাল!
একদিন সব পাখি গাইবে প্রেমের গান,
বিরহ কাতর চাতক পাবে চাতকীর দেখা।
পঞ্চমীর চাঁদে যে মেঘ ফেলেছে ছায়া,
কোন একদিন পঞ্চমীর চাঁদে জ্বলসে যাবে
মেঘের মুখচ্ছবি! হয়তো কোন দিন
গোলাপের কাঁটা দেবে প্রেমস্পন্দন
আর গন্ধ দেবে প্রেমানল!
কালো গোলাপে বাঁধা থাকবে প্রেম
আর লাল গোলাপে হৃদয়ের রক্ত ক্ষরণ।
কোনএকদিন পৌষের মাঝামাঝি কিংবা
মাঘের শুরুতে বাগান ভরে যাবে অজস্র কদমে!
শীতের কুয়াশা চলে যাবে বসন্তের শুরুতে,
ভরা শ্রাবণে কুহুতানে গাইবে কোকিল।
এমন দিন আসবে যে দিন মৌমাছিরা
ভিড় জমাবে সিনথেটিকের ফুলে
আর, সব সতেজ ফুল দখলে নেবে
উর্ণনাভের দল!
এমন দিনের প্রতীক্ষায় আছি
যেদিন, আমি হব মহুয়া মদে মাতাল
আমার নেশা ভরা চোখ খুজে বেড়াবে
বাদল প্রাতে ফাগুন রাতের গান!