
কবিঃ মাহবুব তনয়
এস. এম. এস, অর্থাৎ সম্ভবত শর্ট ম্যাসেজ সার্ভিস।
বাক্যকে সংক্ষেপ করে তোমার কাছে পাঠানো।
কিন্তু, হৃদয়ের কথাকে কি করে সংক্ষেপ করি?
এ যেন সমুদ্রের বিশাল ঢেওকে পেন্সিলের স্কেচে আকা,
বিশাল হিমালয়ের দূর থেকে ছবি তুলে রাখা …।
তার পরেও আমি পাঠাই তোমাকে এস. এম. এস।
যদি ভুল করে একবার আমার মনের সব কথাকে বুঝতে পার,
যদি একবার বুঝে, আমায় ভালবাসতে পার…।