
কবিঃ নীল স্ট্রাইক
দেখতে পারছিনা আমি দোষ
কেন হব আমি দুঃখী!
কারন ছেলে হয়ে ছেলেকে আমি অন্য রকম ভালবাসি?
দেখতে পাও কি কোন ভিন্নতা?
ভালবাসার তারতম্য ছাড়া?
নই কি আমি মানুষ,
যার সৃষ্টি করেছে বিধাতা?
সমাজের দেওয়া শিকলে কেন? কেন বদ্ধ থাকব আমি?
বিনা পাপের শাস্তি দিয়ে পাপ করছ তুমি।
নই আমরা ভিন্ন,
নও ভিন্ন তুমি।
একই জগতে বাস মোদের
আছে একই ভূমি।
ভালবাসার ভিন্নতার জন্য অপবাদ না করি,
কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে চলি।