
কবিঃ মাহবুব তনয়
জীবনে বারবার ভুল করতে ইচ্ছে করে।
দুমড়ে মোচড়ে আমার হৃদয় নিংড়ে নিঃস্বরিত হবে,
কষ্টের অমৃত রস।
তার পরও বারবার ভুল করতে ইচ্ছে করে।
সামনে দেখতে পাই জীবনে ফেলে আসা স্মৃতির প্রতিচ্ছবি,
কষ্টের প্রতিটি মুহূর্ত যা আমাকে খন্ডিত করেছিল
সহস্র বেজোড় টুকরোয়।
তারপরও বারবার সেই পথে যেতে ইচ্ছে করে।
জীবনে আমার আবারো ভুল করতে ইচ্ছে করে।
খুব ইচ্ছে করে।