
কবিঃ শুভ্র নিষাদ
জনারণ্যে দাঁড়িয়ে যদি বলতে পারো ভালোবাসি
তবে এসো, এই জনতার মাঝে দাঁড়িয়ে তোমার
ঠোঁটে একে দেব ভালোবাসার চুম্বন!
যদি পারো বলে দেখ ভালোবাসি
পাতাল ফুঁড়ে বাসুকির রত্নাহার ছিনিয়ে এনে
পড়িয়ে দেব তোমার গলায়।
চাঁদের আলোয় নয়, অমাবস্যার অন্ধকারে দাঁড়িয়ে যদি
বলতে পারো ভালোবাসি, তবে এসো
আস্তো চাঁদকে তুলে এনে করে দেব তোমার ল্যাম্পপোস্ট!
সুখ সাগরে ভেসে ভালোবাসি বলা অনেক সহজ।
যদি পারো ওই চুড়িওয়ালা মেয়েটার মত মাথায় বোঝা নিয়ে বল, ভালোবাসি
কথা দিলাম পৃথিবীর সমস্ত পাহাড়ের ভর আমি মাথায় তুলে নেব!
দামি রেস্তোরাঁতে নয়, এঁদো গলিতে হাত ধরে হেঁটে যদি
বলতে পারো ভালোবাসি, তবে এসো
শরীরের রক্তবিন্দু ঝরিয়ে ঝরিয়ে গড়ে দেব রাজপ্রাসাদ!
তুমি হাসছো?
কেঁদে কেঁদে বুকের মধ্যে মাথা গুঁজে যদি বলতে পারো ভালোবাসি
তবে এস, দেখি কার সাধ্যি তোমার মুখের হাসি কাড়ে!
ভালোবাসি বলেই দেখনা একবার, সবশর্ত নিঃশর্ত করে
ছুটে গিয়ে বলবো, ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি!