
কবিঃ মাহবুব তনয়
কষ্টের ডালপালা ফুলের ভেতর দিয়ে বেরিয়ে, শূন্যে তার ডানা ঝাঁপটায়।
কারণ?
শুধুই অকারণে…
হৃদয় ফেঁটে চৌচির হয়ে পথের ধূলোতে ছড়িয়ে, আমার পা রক্তাক্ত হয়।
কারণ?
শুধুই অকারণে…
বাতাসের ঝাঁপটায় তোমার চুল ওড়াওড়িতে, সব স্বপ্নগুলো কাশফুলের মতন ভেসে উড়ে যায়।
কারণ?
শুধুই অকারণে…
অকারণে মন গড়ি, আবার তাকে ভেঙ্গে ফেলি।
চোখ দিয়ে প্রেম করি, সে চোখেই জল আনি।
কারণ ছাড়াই ভালবাসি, অকারণে দূরে ঠেলি।
কারণ?
শুধুই অকারণে…