
কবিঃ মাহবুব তনয়
সহসা জাগিল যে আজ ঐ ঈশানে
প্রচন্ড সমীরণ, কড় বাজ
কৃষ্ণকালো ঐ গর্জিত নিরদের তলে
ক্ষণিক দাড়ায়াছি আমি আজ।
বৈশাখী যেন তার মায়া কালোয় ঢাকিয়া
শূন্যে মিলায় দেয়।
শূণ্য হতেই তারে যেন আবার সৃষ্টি করিয়া
নতুন জীবন দেয়।
পৃথিবীর আজ প্রথম দিবসে এই
নতুন লাগিয়াছি আমি
অসম্ভব সব যা কিছু আছে তব
জয় করিব জানি।