
কবিঃ অস্পৃশ্য আকাশ
আমি তোমাকে ভালবাসি না তবু কেন তোমাকে মিস করি প্রতিক্ষণ, বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসি না তবু কেনো তোমাকে চাই? প্রচন্ডভাবে চাই,বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসিনা তবু কেন তোমার মুখটা দেখতে ইচ্ছে করে ভীষণ, তোমার অনুপস্থিতিতে মুখটা চোখে ভাসে বারবার, বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসিনা তবু কেন কয়েকদিন দেখা না হলে অস্হিরতায় ভুগি, ছুটে যেতে ইচ্ছে করে তোমার কাছে, বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসিনা তবু কেন তোমার হাতে হাত রেখে হাটতে এতো ভাললাগে, তুমি হয়ত লজ্জা পেয়ে হাতটা ছাড়িয়ে নিতে চাও, আমি শক্ত করে ধরে বলি হু কেয়ার্স! বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসিনা তবু কেন মোবাইলে মেসেজ আসলেই মনে হয় সেটা তোমার, বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসিনা তবু কেন ঘন্টার পর ঘন্টা ব্যস্ত রাস্তার পাশে দাড়িয়ে থাকি তোমার অফিস থেকে ফেরার। বিশ্বাস করো এতটুকুও বিরক্ত লাগেনা। যেন সারাজীবন এভাবেই অপেক্ষা করে কাটিয়ে দিতে পারব। বলতে পার কি?
আমি তোমাকে ভালবাসিনা কিন্তু তবু কেন তোমাকে ভালবাসতে ইচ্ছে করে খুব, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কানে কানে ভালবাসার কথা বলতে ইচ্ছে করে, বলতে পার কি? বলবে কি? ভালবাসি???