
সময় গড়িয়ে খাদে পড়ে গেলে সেখান থেকে উঠবার চেষ্টাও করা হয়না একসময়;
অনুভূতি জ্বলজ্বল করে তাড়না দিতে থাকলেও লেখা হয়না কোনও গল্প;
ভালও বাসা হয়না কোনও পথিককে।
তারপরও কীসের যেন একটা শূন্যতা ব্যথা দেয়,
মনে করিয়ে দেয় আমি একা।
সমপ্রেমের গল্প ফেসবুক পেজ থেকে সংগৃহীত