
কবিঃ-পৃত্থুজ আহমেদ
উৎসর্গঃ-ফুয়াদ হাসান ফাহিম
আমার ভালবাসার বয়স সবে দু’বছর হয়েছে মাত্র
গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে।
এখনও অনেকটা ছোট আছে
নবীন পায়ে হাঁটতে শেখা বাচ্চাদের মত
অঙ্কুরিত হওয়া জোড়া কিশলয়ের মত
আমার ভালবাসার বয়স সবে দু’বছর হয়েছে মাত্র।
একদিন দৌঁড়াতে শিখবে
দিগম্বর পায়ে কণ্টকাকীর্ণ পথে রুদ্ধশ্বাস দৌঁড়াবে
আমার ভালবাসার সবে বয়স দু’বছর হয়েছে মাত্র।
একদিন ডালপালা ছড়িয়ে কিশলয় থেকে বৃহৎ বৃক্ষে পরিণত হবে
মজবুত শেকড় আঁকড়ে ধরবে পারিপার্শ্ব
আমার ভালবাসার বয়স সবে দু’বছর হয়েছে মাত্র।
ভাবছেন,আমি কোন ব্যক্তিবিশেষের কথা বলছি?
একদম না!
আমিত আমার ভালবাসার কথা বলছি,
যার বয়স সবে দু’বছর হল।
এখনও অনেকটা ছোট আছে আমার ভালবাসা।
একদিন ভালবাসার অনুভূতি বড় হতে হতে বিকটাকার ধারণ করবে
ভালবাসার বৃদ্ধি নাম পাবে মায়ায়।
সমপ্রেমের গল্প