
লেখকের নাম জানা নেই
‘চন্দ্রের কাল’ হয়ে ভালবাসা জোছনার আকাশ তৈরি করলেও,
বাস্তবতা অনেকটা অংশ জুড়েই ‘অসময়ের সময়’এ আটকে যায়।
একটা সম্পর্ক তৈরি করে রাখে এক অর্থহীন ‘পিছুটান’।
এগোতে পারিনা আমরা।সেই অতীত-মায়াকে বর্জন না করে আমরা অপরিণামদর্শী হয়ে উঠি।
আমাদের ‘প্রেমের কাহিনী’ গুলি চিরন্তন কষ্ট সহিষ্ণু। একেকটা কষ্টের ধুলি পাহাড়।
আমাদের ‘সত্ত্বা’, ‘কবর’ দেয় আমাদের অনুভূতির জগত্টাকে।
নৈঃশব্দ্যের সেই পৃথিবীতে ‘নিরন্তর’ কষ্টের এক মহাজাগতিক-গল্পে আমরা বাস করি।
সমপ্রেমের গল্প ফেসবুক পেজ থেকে সংগৃহীত