কবিঃ জুলহাজ মান্নান
সেলেরিক-১
তূতান খামনকে প্রশ্ন;
কেমন আছ, কেমন আছে তোমার আত্মা?
অমর হতে গিয়ে,
ঐ মমীর প্রকোষ্ঠে,
শেষে,
বন্দী হলে নাকি?
সেলেরিক-২
শান্তি নিকেতন
কিংবা ক্যাম্প ড্যাভিড,
এ-তো সব শান্তির ব্যবসালয়;
কতখানি অশান্তি
জোগালে
কত মাত্রা শান্তি হয়?
সেলেরিক-৩
এক একটা দিন বড় একা লাগে,
বলেছেন মৌসুমী,
আমার যখন অনেক একা লাগে
তখন কোথায় থাকো তুমি?
সেলেরিক-৪
হিমালয় আমাকে
বিশালতার প্রবঞ্চণা করেছে,
তার বরফ জমাট শৃঙ্গ
নিতান্তই প্রাণহীনতাকে
স্মরণ করিয়ে দেয়।
সেলেরিক- ৫
ভিন্ন হতে গিয়ে;
ভিন্ন কথা, আর ঢং,
শেষে দেখি সবার
মতোই
করছি আমি ভড়ং!