
কবিঃ বাটারটোওস
তোমার জন্য হতে পারি আমি নভোচারী,
গ্যালাক্সি পেরিয়ে তোমার নাম লিখে আসবো
দূর কোন এক তারায়।
হতে পারি জলদস্যু,
পাড়ি দিয়ে সাগরের পর সাগর,
ভয়ঙ্কর ঝড় আর খর,
সূর্যের সাথে করে যুদ্ধ
ছিনিয়ে আনতে পারি মহৌশ্বর্য,
তোমার হৃদয়।
হতে পারি আঁকিয়ে, ক্যানভাসে ফুটে থাকবে তোমার-
শুধুই তোমার ছবি,
আর সেই ছবি কখনো উঠবে না নিলামে, বিক্রির জন্য।
হতে পারি দুর্ধর্ষ এক যোদ্ধা,
তোমার জন্য,
তোমার জন্য রাজকুমারী,
শেষ বিন্দু রক্তের বিনিময়ে লড়ে যাবো ভীষণ!
আমাদের গল্পটা যদি
এই চেনা পৃথিবীর না হয়ে অন্য কোন সময়ের হতো,
তবে আমি ঠিক তোমার চোখে চোখ রেখে
এই কথাগুলোই বলে যেতাম…
যখনই তোমাকে দেখি,
সব কিছু যেন থমকে যায়,
ছুটতে থাকে শুধু হৃদয়ের প্রতিটি স্পন্দন, তোমারই সাথে।
যখনই তোমার কথা শুনি,
মাথার ভেতর শব্দগুলো বড্ড এলোমেলো হয়ে যায়,
কথাগুলো পথ ভুলে যায়, ভুলে যায় শব্দও।
যখনই তোমার সাথে কথা হয়,
আমার খুব মনে হয়, ধবধবে কোন পূর্ণিমার রাতে যদি তোমার সাথে কথা হতো,
সমুদ্রের পাশে, হাতে হাত রেখে।
যখনই তোমার কথা ভাবি,
আমি ভুলে যাই মুহূর্ত,
ভুলে যাই ক্ষণ, কিংবা ঘণ্টা, কখনো বা দিন।
আমাদের গল্পটা যদি
এই চেনা পৃথিবীর না হয়ে অন্য কোন সময়ের হতো,
তোমার চোখে
হতাম না আমি খুব সাধারণ
“যে কেউ”,
বলে যেতাম এই কথাগুলোই, অকপটে…