
কবিঃ জুলহাজ মান্নান
আমার হ্রদের নিরুত্তাপ
জলে
বহুজনের উন্মত্ত সন্তরণ
প্রতিযোগিতা।
আমি তবু একধারে
শুধু
পা ভেজানোর ছলে
জলের আবহাওয়া বুঝি।
সুনামি কিংবা জলোচ্ছ্বাসের
ভয়ে নয়
আকাশ ভেঙে বৃষ্টি
নামলে
রাবারের
রেইনকোট
কি
পারবে আমাকে টাটকা রাখতে?
এর মাঝেই
বহুজনেরা সাঁতরে এপার ওপার।
ওপারে
নাকি পোনা মাছের চাষ আছে
আছে, মৎস্যকুমারীরাও
দাবি দু’একজনার।
‘গেলমান’ কে দেখনি
আমার পালটায়
নিরুত্তর উন্মত্তরা
তাই
আমি
শুধু
নিমগ্ন হ্রদের নিরুত্তাপ জলে।
পা ভেজানোর ছলে
প্রতিচ্ছায়া
জোড়া লাগাই বার বার।