
শুভ্র ভাই
অন্তর্বর্তীকালীন সরকারের মত
তুইও যে আমার জীবনে অন্তর্বর্তীকালীন
বয়ফ্রেন্ড,
সারাক্ষণ শুধু নেই আর নেই
ভাল্লাগেনা এই মিস করাকরি।
পাশ ফিরে যখন বুকের ছাতির মাঝে তোকে চাই,
তখনো তুই নেই আঙুলের ফাঁকে।
শেষ বিকেলের চায়ের কাপে রাশি রাশি শূন্যতা,
তোকে চাই আমার লুঙির ভাঁজে,
পাঞ্জাবীর সোঁদা গন্ধে তোকে চাই।
আমি আমার কাঁতারে,
পায়ের আঙুলের ছোঁয়ায়,
তোকে চাই আমি রাত দুপুরে।
চলে আয় বাবু এই তপ্ত দুপুরে,
ভাত মাছের পাহাড় পেরিয়ে,
ভাত ঘুমে ঘুমন্ত ঘামের রাজ্যে।
যেখানেই আমরাই রাজা আমরাই প্রজা,
যেখানে শুধু তুই আর আমি এবং অনন্ত ভালোবাসা।