
রুদ্র রাজ (রুদ্রাক্ষের রুদ্রতাল)
বাল্যকাল শেষে আজি যৌবন উদয়,
পুলকিত মন তব ভাবনাই জয়।
রক্ত গরম সচল শিরা-উপশিরা,
মন্দ কাজে উৎসাহ, ভালো কাজে পীড়া।
তোষামোদ ভাবে যদি শুন উপদেশ,
শুরু করা বাকী আছে আগে হবে শেষ।
মস্তিষ্ক ভাবনা ঠিক বাকী সব মিছে,
ধর্মতত্ত্ব মনুষ্যত্ব ফেলি সবি পিছে।
দেহ মাঝে দুটি দিক দুই পার্শ্বে রয়,
একমনে শান্তি চিন্তা অন্য মনে ক্ষয়।
স্বকর্ম নিজধর্ম নিজেই লহ বুঝে,
অমৃত কোথায় আছে নিজে লহ খুঁজে।
দুষ্কর্ম পশ্চাতে ফেলি হও অগ্রগামী,
শপথ বাক্য পাঠে হই আমার আমি।