
সামীউল হাসান সামী
আমরা রূপবান, আমরা তনয়!
আমরা জুলহাজ, আমরা নির্ভয়।
যুগে যুগে আমরা ,
মৃত্যুর সঙ্গে করেছি আলিঙ্গন!
আদায় করেছি মানব অধিকার, ছিনিয়ে এনেছি মানবের সম্মান।
আমরা ঝড়, আমরা সাইক্লুন! আমরা প্রেম, ভ্রমরের গুন গুন।
ভেবো নাকো মোরা ভয়ে স্থান নিয়েছি গর্তে!
ভালোবাসি ভালোবাসি শ্লোগান দিয়ে কাঁপাবো একদিন মর্তো।
ভালোবাসা ভালোবাসা বিভেদ নেইকো জানবে!
না হয় মোদের একটু খানি ভিন্ন বলেই জানবে।