
আরভান শান আরাফ
আমি চায়না কেউ আমাকে ছোঁয়ে দেখুক
কেউ ভেবে বসুক আমি অশুচি।
নিত্য দুঃখের যে ভদ্রহীন বদনাম বয়ে যাচ্ছি তা কেউ বুঝে উঠুক।
আমার আমৃত্যু যে পরাজয়,
যা চেপে রাখতে রাখতে আমি ক্লান্ত,
পরিশ্রান্ত তা কেউ পেরে উঠুক।
এই অভিশপ্ত জীবনের না পাওয়া নিয়ে,
চাহীদা গুলোর গলা টিপে হত্যা করে,
করে আমি যে কত বড় খুনি,
তা কেউ জেনে উঠুক।
আমার হৃদয় গহবরে যে বিষ,
যা ভেতরে ভেতরে আমার সর্বস্ব,
পঁচিয়ে দিল আর সেই পঁচে যাওয়া
গন্ধটা কেউ পেয়ে বসুক।
এই জীবনের সবটা দিয়ে বুঝেছি,
যখন আলো নিভে নিভে যাচ্ছে,
যখন নাভী শ্বাস আটকে আটকে যায় তখন বুঝেছি, আমি সমকামী।
আমার চিরচেনা এই দেহটা পালঠে যায়
আমার চাহীদার কাছে,
আমি নিজেকে লুকাতে লুকাতে ক্লান্ত
আমার স্বজাতির কাছে।
আমার স্বীয় সত্বা আমাকে অভিশাপ দেয়,
প্রতিক্ষণে ক্ষণে, তার হৃদয় হতে,
মনে করিয়ে দেয় আমি পাপী,
কথিত ধর্মলোকের কাছে।