
সামিউল হাসান সামী
সেদিন হয়তো তুমি অনুভব করতে
পারনি পেয়ে হারানোর কতোটা যন্ত্রনা।
আজ আমি জানি তোমাকে,
তুমি আজ রন্দ্রে রন্দ্রে অনুভব করো আমাকে।
সেই অনুভব না করা প্রতিটি বেদনা,
তবে আমি কখনোই চাইনি তোমার এ দিনটি।
মনের অজান্তে চাইতে পারি না পেয়ে তোমার মনটি,
যেখানেই থাকো ভালো থাকো এই কামনাই করি।
আজো আমি প্রতিদিন তোমার প্রেমেই পরি।