
এম. এ. হাসান (হিমাদ্রি হিমু)
উৎস্বর্গঃ লেখক শুভ্র ভাই ও রুদ্র রাজ কে।
হে প্রিয়,
তুমি ছিলে আমার পাশে,
মনের গভীরতম স্থানে।
ছিলে হৃদয়ের কাছে,
ভালোবাসা আর ভালোলাগার পরশে।
ছিলে আমার আনন্দ ও সুখে,
উৎসাহ আর উদ্দিপনার হাসি নিয়ে।
ছিলে আমার কষ্টে ও দুঃখে,
সাহস ও শান্তনার ভাষা নিয়ে।
ছিলে আমার রাতের গভীর ঘুমে,
চমৎকার সব স্বপ্নের মধ্যে।
ছিলে আমার অজস্র কবিতায়,
কলমের কালি হয়ে।
ছিলে আমার পথ চলার,
অদৃশ্য নির্দেশক হয়ে।
সেই পাশে থাকা তুমি,
আজ কতই না দূরে।