
সামীউল হাসান সামী
হে কবি,
আজ তোমার কবিতায় ছন্দপতন,
আজ তোমার কবিতায় নেই জীবনের স্পন্দন।
শুনতে পাচ্ছো কবি,
বনোলতারা আজ গৃহবাসী,
স্বাধীনতা আজ বনবাসী।
কবি,
আজ নিপিড়িতদের কথা বলে না,
গ্রামের মেঠুপথে হাটে না কেউ।
কবি,
আজ জুলহাজ তনয়রা হচ্ছে লাশ।
সামীউল হাসান সামী
হে কবি,
আজ তোমার কবিতায় ছন্দপতন,
আজ তোমার কবিতায় নেই জীবনের স্পন্দন।
শুনতে পাচ্ছো কবি,
বনোলতারা আজ গৃহবাসী,
স্বাধীনতা আজ বনবাসী।
কবি,
আজ নিপিড়িতদের কথা বলে না,
গ্রামের মেঠুপথে হাটে না কেউ।
কবি,
আজ জুলহাজ তনয়রা হচ্ছে লাশ।