
কষ্টের পথিক
রক্তের আদি কোষে কষ্টের জল,
ব্যর্থতার পরিসরে হাহাকার সম্বল।
অন্ধকারের ঠিকানায় যাতনার দান, গহীনের কূপ জলে শেষ হল প্রাণ।
বৃক্ষের পল্লবে লেখা হল,
শেষ যাতনার দিন প্রাণের পরিশেষ।
চলাচল বন্ধ আজ,
ডুবে দিবাকর পথ বাকি কতটুকু,
পথিক সীমা কর।
দিয়া চাই, দিয়া নাই পথ অন্ধকার
প্রাণ লোক মৃত আজ, সব হল সার।
এই পথ তরী কয়?
টেউ সর্পাকার নদী নয় মোহনা একি হাহাকার।
চারদিকে আজ খুন, রক্তে পিচ্ছিল পথ,
প্রাণহীন লাশ সব মৃতদের রথ।