
বন্ধু প্রিয় মানুষ
ব্যস্তময় এই সময়ের ভীড়ে,
তোর স্মৃতিরা করে তাড়া।
আমার পৃথিবীতে কি আছে,
বল তোর ভালোবাসা ছাড়া।
দু চোখের জলে ভিজিয়ে রেখেছি,
প্রানহীন সেই সুখ।
নীরবতা ছুয়ে কথা বলি আমি, ভরে যায় এই বুক।
জীবন ছুটেছে, ছুটেছে সময়, থেমে নেই পথ চলা।
ফেলে আসা পথে পিছু ফিরে দেখি জমেছে অবহেলা।
স্মৃতির ধুলো সরিয়ে আমি,
করে যাই কতই খেলা।
আনন্দ অশ্রু ঝরিয়ে চোখে, সাজাই খুশির মেলা।
নিজেকে হারিয়ে খুজে পাই আমি,
হারানো দিনের সুর।
যে সুরে বাজে হৃদয়ের গান, সুখের স্বপ্নপুর।
হাতছানি দিয়ে ডেকে যাস তুই, ওপারে দাড়িয়ে একা।
দু চোখের জলে লিখে যায় সুখ, হবে নাতো কভু দেখা।
বুকের গভীরে নিঃশ্বাস,
আজ থেমে থেমে যায় নীরবে।
আর কত পথ পাড়ি দেব বল,
একাকি জীবন এভাবে।