
রুদ্র রাজ (রুদ্রাক্ষের রুদ্রতাল)
দিবা আর নিশি বুঝি কাটে নাহি
বেলা,
কর্ম করি ক্লান্ত তুমি পার ভব
খেলা।
অর্থ খোঁজে কর্ম করি, নাহি খুঁজি পাছে,
দুষ্কর্ম করিলে জানো সাজা তব আছে।
প্রহরে প্রহরে যদি স্বার্থ বৃদ্ধি পায়,
অসময়ে গঙ্গা মাঝে করিবে যে হায়।
সর্বগুণে গুণান্বিত যদি হতে চাও,
দেহ মাঝে পাপ ত্যাগি প্রদীপ জ্বালাও।
***********************************
প্রভাতে উঠিয়া করো স্রষ্টারে স্মরণ,
নিজ কর্ম ফল ত্যাগ স্রষ্টার চরণ।
সায়ানেতে ডাক তাঁরে একনিষ্ঠ মন,
নিশিতে স্মরিবে তাঁরে নিদ্রাতে
গমন।
উদ্ধারে ডাকিবে তারে প্রতিটি
প্রহর,
পূণ্য সূর্য গগনেতে জ্ঞানের লহর।