
হিমাদ্রি হিমু
অনন্ত কাল ধরে,
তোমারি আশায় বেঁধেছি ঘর।
রচনা করেছি শব্দ লোকের আলেখ্য,
তৈরি করে রেখেছি পুষ্প রঞ্জিত মালা।
অন্তরে রেখেছি যতনে নিঃশব্দে নির্জনে,
সেই তুমি, হে প্রিয়তম।
হঠ্যাৎ একদিন,
শিশির ভেজা মৃদু ঠান্ডা হাওয়ায়,
সকালের স্নিগ্ধ আলোর খেলায়।
চির সবুজের মাঝে অনাদি অন্তর,
তুমি এলে ফিরে বর্ষায় এই বেলায়।