
পরিশ্রান্ত পথিক
মেঘপুঞ্জ ,
তুমি ঝরছ কেন আজ অঝরে..?
কি কষ্ট তোমার গোপনে..?
দিব্যি তো সুখে ঘুরছিলে নিলাকাশে,
বর্ষণের তাড়না আজ কলঙ্কিত।
তুমি তো ধবলবেষী শরতকালে,
কাশফুলের পালকের সাথে আড়ি,
হেমন্তের অলসতায় নিদ্রাচ্ছন্ন ছিলে।
শীতের শুষ্কতায় বিলুপ্তিতে ঝরো অনিচ্ছায়,
বসন্তের রুষ্ঠতায়, বিজলী আঘাতে
গ্রীষ্মের ঝড়তাণ্ডবে ছিন্নভিন্ন তুমি,
অত অভিজ্ঞতালব্ধ তুমি আজ কেন
অসহায় বর্ষাগমে প্রারম্ভে।
কূষলীত ডানার ভরে নির্জলায়,
গিরিচুম্বি, সিন্ধুমাঝে, গভীর অরণ্যে,
মৃত্তিকাস্তরের মায়ায় ঝরেছ তুমি কি লাভ হল।
নিজ অঙ্গে কালিমা লেপে,
মায়ায় পরনা অবুঝ মানব মন কলঙ্ক,
কালিমায় রঙিন হবে তুমি,
প্রকৃতি রাখবেনা তোমায় নিজ আভারে,
ভাংগনের খেলায় হইবে তুমি অস্ত্র,
কূলকিনারা পাবেনা তুমি স্বজত্যে