
হিমাদ্রি হিমু
এখন বর্ষা কাল,
চারদিকে ফুটছে কদমফুল।
কবে যে জানিয়েছিলে,
উম্মাতাল ভালোবাসার কথা।
মনে নেই তোমার,
তবু বর্ষায় মনে পড়ে আমার।
বর্ষায় হাজারো কদম ফুলে,
বাতাস নেচে নেচে যায়।
রোদের আদরে জাগে,
তোমার মতোই উষ্ণতায়।
মনের কোটর থেকে পুরনো স্মৃতিরা,
পাখির মতো সদা থাকে উড্ডীন।
ভুলে গেলে কি আমায়..?
ভুলে গেলে সে দিনের সেই দেয়া কথা।