
হিমাদ্রি হিমু
বর্ষার এই মেঘলা দুপুর বেলা,
বাতাসে দুলানো কদম ফুলের খেলা।
মনটা হঠ্যাৎ আমার বিষাদ ভরা,
ভাবতে থাকি লিখবো কবিতা,
টেবিল জুড়ে শূণ্য খাতা।
একলা আমি ঘরে যখন,
তোমাকে পড়ে মনে তখন।
সবচেয়ে সেরা তোমার হাসি,
তোমাকেই গভীর ভালোবাসি।
এরই মধ্যে বাইরে টাপুর টুপুর,
বৃষ্টি ধারার ছন্দ যখন,
তোমাকে পড়ে মনে তখন।
তুমি মানেই জীবন -মরণ,
তোমাকে করি স্মরণ তখন,
তোমাকে পড়ে মনে যখন।
সত্যি তোমাকে পড়ে মনে।