
হিমাদ্রি হিমু
আমি ভাবছি, হে আকাশ,
তোমাকে নিয়ে লিখবো আজ প্রেমের কবিতা।
তোমার মাঝে করে বিচরণ, পেয়েছি ভালোবাসার পূর্নতা।
কবির মন কিছুই ভেবে পাচ্ছে না,
কি দিয়ে লেখা শুরু করবে সেই প্রেমের কবিতা।
হে আকাশ,
একটু বৃষ্টি ঢেলে দাওনা,
কবির মনটা কে জাগ্রত করে।
কবি যে লেখতে চাই,
সেই অমিয় প্রেমের কবিতা।